প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ১২:১৯:২১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-বিকাশ সহ অন্যান্য অনলাইন মোবাইল ব্যাংকিং হ্যাকার গ্যাং সদস্য ধরা পড়লো ফুলপুরের আমুয়াকান্দা বাজারে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি তার নাম মো: নূরে আলম, পিতাঃ আমজাত হোসেন, বাড়ি গাজীপুর চৌরাস্তা বলে জানায়।
আজ (২৭ আগষ্ট) রোজ শনিবার দুপুর ১ টার দিকে আমুয়াকান্দা বাজার জাবির মেডিসিন কর্নারে এ ঘটনা ঘটে।
হ্যাকিংয়ের কথা সে নিজের মুখে স্বীকার করে আরো জানায়, মাঠ পর্যায়ে বিভিন্ন বিকাশের বা অন্যান্য অনলাইন ব্যাংকিংয়ের দোকান থেকে মোবাইল নাম্বারের ছবি তুলে তাদের গ্যাং লিডার দের কাছে পাঠায়। পরে গ্যাং লিডাররা বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেই। তাদের একটি চক্র দেশের বিভিন্ন জায়গায় কাজ করে।
পরে ছেলেটিকে আমুয়াকান্দা বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক মহলের সহযোগিতায় ফুলপুর থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে সে থানা হেফাজতে আছে।