প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ১:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।মিরপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টার ঘটনায় বিএনপি নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করেছে বলে দাবি করেছেন পুলিশের মিরপুর জোনের ডিসি জসিম উদ্দিন।তিনি বলেন, মিরপুর-৬ নম্বর রোডে বিএনপির সমাবেশের পাশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকসভায় যাচ্ছিলেন।তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের ওপর হামলা করে। পুলিশ আওয়ামী লীগের লোকদের সরিয়ে দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এ ঘটনায় পুলিশের কয়েকজন আহত হয়েছে।
আজ দুপুরের দিকে মিরপুর-৬ রোডে কাচাঁবাজারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। সংর্ঘের পরে পুলিশের বক্তব্য জানতে চাইলে এ কথা বলেন তিনি।সাংবাদিকদের জসিম উদ্দিন বলেন, এখানে বিএনপির একটি মিটিং ছিল। তারপর পাশ দিয়ে আওয়মী লীগের নেতাকর্মীরা শোকসভায় যাওয়ার সময় বিএনপির লোকজন তাদের ওপর হামলা করে। আওয়ামী লীগের লোকজনের ওপর হামলা করার পরও আমরা সরিয়ে দেই। তারপর বিএনপির নেতাদের উসকানিতে আমাদের (পুলিশ) ওপর হামলা করে।
ডিসি জসিম উদ্দিন আরও বলেন, হামলার জন্য কারা উসকানি দিয়েছে, কারা হামলার নেতৃত্ব দিয়েছে তা তদন্ত করার পর জানা যাবে। আমরা তাদের শন্তিপূর্ণভাবে সমাবেশ করার সুযোগ করে দিয়েছি। অথচ তারা আমাদের ওপর হামলা করল।এদিকে বিএনপির নেতাদের দাবি, আওয়ামী লীগ তাদের ওপর হামলা করেছে। পুলিশ সেখানে নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মিরপুর জোনের ডিসি আরও বলেন, তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিয়েছে। তারা কী বক্তব্য দিয়েছে আমরা জানি না। আপনারা দেখছেন, আমাদের ওপর তারা (বিএনপি) অতর্কিত হামলা করেছে।