সারাদেশ

বাঙালির আরামদায়ক লুঙ্গি-পাঞ্জাবিই

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ১:৪৮:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-১৯৫৪ সনে বিশ্বশান্তি সম্মেলনে যোগদান করতে মওলানা ভাসানী ইউরোপ সফর করেন। তাঁর সাথী খন্দকার মোঃ ইলিয়াসের বর্ণনায় পাওয়া যায়, নয় মাসের সফরে তিনি লুঙ্গি-পাঞ্জাবি পোশাকধারী ছিলেন। তখন তাঁর সাথে বিশ্বের সেরা কয়েকজন ব্যক্তিত্বের সাক্ষাত ঘটেছে।

কিন্তু তাঁর পোশাক বাঙালির আরামদায়ক লুঙ্গি-পাঞ্জাবিই ছিল। ১৯৫৬ সনে চীনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই ঢাকায় এসেছিলেন। তাঁর সাথে মওলানা ভাসানী আলোচনায় বসলেন লুঙ্গিধারী হয়েই।

আবার অন্য একটি রেকর্ডও রয়েছে। ১৯৬৩ সনের প্রচণ্ড শীতে মওলানা ভাসানী মহাচীন সফর করেন।

চেয়ারম্যান মাও-সে-তুং তাঁকে শীতের পোশাক অর্থাৎ চীনাদের ব্যবহৃত কোট-প্যান্ট গিফট হিসেবে দেন। মওলানা ভাসানী সে পোশাক পরিধান করে চীনের প্রধান প্রধান নেতাদের সাথে ফটোসেশন করেন। সেইসব গরম পোশাকের একটি সন্তোষের মওলানা ভাসানী যাদুঘরে সংরক্ষিত আছে।

ষাটের দশকে কায়রোতে মিসরের প্রেসিডেন্ট নাসেরের সাথে, হাভানায় কিউবার প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রোর সঙ্গে মওলানা ভাসানীর সাক্ষাত ঘটে। তাঁর পোশাকের কোনো পরিবর্তন ছিল না। লুঙ্গি পাঞ্জাবীই ছিল।

[নানান মাত্রায় মওলানা ভাসানী (মওলানা ভাসানীর পোশাক); সৈয়দ ইরফানুল বারী]

আরও খবর

Sponsered content