প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫২:২৯ প্রিন্ট সংস্করণ
বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ১০নং ওয়ার্ড কেডিসি বালুরমাঠ এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী শামিমের স্ত্রী রজি (৩০)কে ৮০০শ গ্রাম গাঁজাসহ আটক করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাযায়, কেডিসি এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে শামিম ফরাজী। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিক্তিতে ১সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৬টার সময় কেডিসি এলাকায় শামিমের বসত ঘরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ এর নির্দেশনায় পরিদর্শক সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৮০০শ গ্রাম গাঁজার পুরিয়াসহ রজিনা ওরফে রজিকে আটক করা হয়। জানা যায়, মাদক ব্যবসায়ী শামিম প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এবিষয় মাদক আইনে রজিকে ১নং আসামি ও পালাতক শামিমকে ২নং আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান।