প্রতিনিধি ২৮ আগস্ট ২০২২ , ২:৩৩:৫৮ প্রিন্ট সংস্করণ
বরগুনা জেলা প্রতিনিধি।।আজ সোমবার সকালে রনি(৩০) নামের জামাই শশুড়ের ঘর থেকে মোটা অংকের টাকা নিয়ে উধাও।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন এর কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় হারুন(৫৫) এর মেয়ে লাইজু এর স্বামী শেখ রনি(৩০) দীর্ঘ ছয় মাস ধরে শশুর বাড়ি থেকে রাজমিস্ত্রি কাজ করছিলো, হঠাৎ করে আজ সোমবার সকালে শশুরের ঘর থেকে মোটা অংকের টাকা নিয়ে পালিয়ে যায়।
নারায়নগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলার সন্মান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামের আনোয়ার শেখ(৬০)এর ছেলে শেখ রনি এ ঘটনা ঘটায়।
শেখ রনির স্ত্রী লাইজু জানান সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী ঘরে নেই কাজেও যায়নি পরে খোজ নিয়ে দেখা যায় ঘর থেকে প্রায় ২৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে।তিনি আরও বলেন কেউ যদি আমার স্বামী রনি কে ধরিয়ে দিতে পারে তাহলে তাকে পুরুস্কৃত করা হবে।
যদি কেউ সন্ধান পায় তাহলে যোগাযোগ করুন
মোবাইলঃ 01788892285
অথবা 01856523241