জাতীয়

পদ্মা সেতুর নাট-বলুট খুলে টিকটক করার ঘটনায় আটক

  প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ১:৫৮:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা সেই টিকটকার যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আটক করে। রাজধানীর শান্তিনগর থেকে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

রোববার বিকেলে সিআইডির সাইবার ক্রাইমের একজন অতিরিক্ত পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেন।

পদ্মা সেতুর নাট-বলুট খুলে টিকটক করার ঘটনায় আটক ওই যুবকের নাম আলমগীর। তার গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালী জেলায়।

এদিকে সে মজা করে সেতুর নাট-বল্টু খুলেছে নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে তা যাচাই-বাছাই করতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করছে।

সূত্র জানায়, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ওই টিকটকারের উদ্দেশ্য যাচাই করার নির্দেশ দিয়েছেন। তিনি যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটি করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি না বুঝে কেবল মজা করে থাকে তাহলে তার মুচলেকা নেওয়া হতে পারে।

আরও খবর

Sponsered content