প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ৬:২৬:০৪ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা জেলা প্রতিনিধি।। জেলার পুলিশ সুপার – মোঃ ফয়েজ আহমেদ এর দিকনির্দেশনায়, ২/৯/২০২২ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া পুলিশ মোড় এলাকায়, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ – মোঃ শিবিরুল ইসলাম (আইজি পদকপ্রাপ্ত) এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা কালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে (৩৬) বোতল ফেনসিডিল রেখে পালিয়ে যায় রাসেল নামের এক মাদক ব্যবসায়ী।
এ সময় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ – শিবিরুল ইসলাম জানান, দুর্গাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা কালে ৩৬ বোতল ফেনসিডিল রেখে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, তিনি আরো বলেন, আমার দুর্গাপুর থানা এলাকায় যারাই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে, মাদকের সাথে কোনভাবেই আপোষ নয়।
দুর্গাপুর থানা এলাকার জনসাধারণের উদ্দেশে ওসি – শিবিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করুন ও আপনাদের সেবা করার সুযোগ করে দিন।