প্রতিনিধি ১৬ মে ২০২২ , ৫:৩১:৪৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-নারীর জীবনে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ?
————————-
অফিসে বস্ তাঁর মহিলা সহকর্মীকে বললেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০ জন ব্যক্তির নাম নির্বাচিত করুন ও লিখুন।
বসের কথানুসারে সহকর্মী ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে ২৫ জনের নাম লিখলেন।
বস্ ২৫ জনের নাম দেখলেন।
বস্ এইবার ২৫ জন হতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ৫ জনের নাম কেটে দিতে বললেন।
ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ৫ জন সহকর্মীর নাম কেটে দিলেন।
বস্ নামের তালিকাটি দেখে পুনরায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পাঁচজনের নাম কেটে দিতে বললেন।
ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে ৫ জন আত্মীয়-স্বজনের নাম কেটে দিলেন।
বস্ তালিকাটি দেখে পুনরায় কম গুরুত্বপূর্ণ ৫ জনের নাম বাদ দিতে বললেন।
ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে ৫ জন বন্ধু-বান্ধবের নাম কেটে দিলেন।
বস্ তালিকাটি দেখে পুনরায় কম গুরুত্বপূর্ণ ৫ জনকে বাদ দিতে বললেন।
ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে ভাই-বোন ৫ জনের নাম কেটে দিলেন।
বস্ তালিকাটি দেখলেন।
তালিকায় বাকী থাকলো ৫ জনের নাম।
আর এই ৫ জন হলেন ভদ্রমহিলার বাবা,মা,ছেলে,মেয়ে ও স্বামী।
বস্ বললেন এই তালিকা হতে কম গুরুত্বপূর্ণ ২ জনকে বাদ দিতে।
ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে নিজের বাবা-মাকে তালিকা হতে নাম কেটে দিলো।
বস্ দেখলেন তালিকায় ৩ জনের নাম আছে।স্বামী,ছেলে ও মেয়ের নাম।
বস্ তাদের মধ্য হতে কম গুরুত্বপূর্ণ ২জনের নাম বাদ দিতে।
ভদ্রমহিলা চিন্তা-ভাবনা করে নিজের ছেলে ও মেয়ের নাম কেটে দিলেন।
অবশিস্ট যে নামটি থাকলো সেটি হলো ভদ্রমহিলার স্বামীর নাম।
বস্ এইবার সহকর্মী মহিলার কাছে জানতে চাইলেন স্বামী তাঁর কাছে বেশী গুরুত্বপূর্ণ মনে হওয়ার কারণ কি?বাবা-মা,ছেলে-মেয়ে স্বামীর চেয়ে কম গুরুত্বপূর্ণ কেন?
জবাবে ভদ্রমহিলা ঝটপট বললেন,দেখুন বাবা-মা আমাকে পৃথিবীতে এনে লালন-পালন করে আমার স্বামীর কাছে আমাকে সঁপে দিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন।সেই থেকে আমার দায়িত্ব বুঝে নিয়ে তিনি অদ্যাবধি সুখে-দু:খে, আনন্দ-বেদনায় আমার পাশেই আছেন।আর আমার সন্তানদের প্রতি আমি যে দায়িত্ব পালন করছি তা আমার মা-বাবা আমার প্রতি যে দায়িত্ব পালন করেছেন বিষয়টি একইরকম।আমি যেমন মা-বাবার আশ্রয় ছেড়ে এসেছি তেমনি আমার সন্তানরাও বড় হয়ে আমার আশ্রয় ছেড়ে চলে যাবে।আমার পাশে থাকবেন একজনই।
আর তিনি হলেন আমার একমাত্র স্বামী।