প্রতিনিধি ৭ মে ২০২২ , ৩:৪৫:৩৪ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উওর কাইতলা ইউনিয়নের নারুই গ্রামে গতকাল শনিবার সকালে আব্দুল ওহিদ নামের এক মুক্তিযোদ্ধার লাশ আদালতের নির্দেশে আড়াই বছর পর উত্তোলন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নারুই বাজারে ১৭ই নভেম্বর ২০১৯ সালে তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদের সাথে তার ভাতিজা আবু হানিফের কথাকাটাকাটির জের ধরে আব্দুল ওহিদ মিয়া মারা যায়।
এই ঘটনায় এলাকায় শালিশী হয়।গত বছরের ৭ই সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদের স্ত্রী হোসনা আরা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করেন।বিজ্ঞ আদালত মামলা পর্যালোচনা করে লাশ উত্তোলনের নির্দেশ দেয়।
এরই প্রেক্ষিতে গতকাল শনিবার সকালে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোশাররফ হোসেন নেতৃত্বে মুক্তিযোদ্ধা ওহিদের লাশ উত্তোলন করা হয়।
এ ব্যাপারে কাইতলা উওর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাছির বলেন, আদালতের নির্দেশে মুক্তিযোদ্ধার লাশ উত্তোলন করা হয়েছে।
সহকারী কমিশনার (ভুমি) মোশাররফ হোসেন বলেন, আদালতের নির্দেশে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদ মিয়ার লাশ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে লাশটি প্রেরণ করা হয়েছে।