বিনোদন

টুটুল রেজিস্টার ছাড়াই বাসায় হুজুর ডেকে এনে শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেন

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২২ , ৫:৫৭:৫২ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক রিপোর্ট:-অভিনেত্রী তানিয়া আহমেদ। ভালোবেসে তারা বিয়ে করে দুই দশকের বেশি সময় সংসার করে। মিডিয়া এবং সাধারণ মানুষদের কাছে আদর্শ তারকা দম্পত্তি হিসেবেই পরিচিত ছিলেন তানিয়া এবং টুটুল।

কিন্তু হঠাৎ করেই এস আই টুটুলের দ্বি’তীয় বি’য়ের খবর আসে। তিনি ৪ জুলাই বিয়ে করেছেন আমেরিকার নিউইয়র্কে বসবাসরত টেলিভিশন উপস্থাপিকা শা রমিনা সিরাজ সোনিয়াকে।

এক বছর আগেই তানিয়া আহমেদকে ডি’ভোর্স দিয়েছেন টুটুল। গণমাধ্যমেও এমনটি জানিয়েছেন দু’জনেই। তবে এবার সামনে এলো নতুন খবর। দেশীয় এক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন টুটুলের দ্বি’তীয় বিয়ের ভিন্নচিত্র সামনে এলো।

জানা যায়, টুটুল রেজিস্টার ছাড়াই বাসায় হুজুর ডেকে এনে শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন একস’ঙ্গে থাকলেও হঠাৎ করেই সোনিয়াকে রেখে নিউইয়র্ক ছেড়ে আমেরিকার ফ্লোরিডাতে বসবাস করছেন এই গায়ক।

শুধু এখানেই শেষ নয়, বিয়ের পর টুটুল তার স্ত্রী সোনিয়ার কাছে ব্যবসার কথা বলে টাকার জন্য বারবার চা’প দেন। এতে সোনিয়ার মনে সন্দেহ দানা বাধায় টাকা দিতে রাজি হননি।

এরপর টুটুল কাউকে কিছু না বলেই ১ আগস্ট বাসা থেকে উধাও হয়ে যান। এখন দুজনের মধ্যে যোগাযোগও নেই। এ ব্যপারে সোনিয়ার ভাষ্য- আমরা রেজি স্ট্রি করে বিয়ে করিনি।

বাসায় হুজুর ডে কে এনে দুজন দুজনকে বিয়ে করেছি। আমেরিকাতে রেজিস্ট্রি করে বিয়ে করতে হলে অনেক নিয়ম-কানুন মানতে হয়। টুটুলের আগের স্ত্রীকে নাকি ডি’ভোর্স সংক্রান্ত কি ঝা’মেলা আছে এখনো।

এ ছাড়া, আরো কিছু জটিলতা থাকায় টুটুল রে জিস্ট্রি করেনি। টুটুল আর আমি একস’ঙ্গে থাকছি না। টুটুল কিছু করতে চায়। পরিবারের জন্য টাকা পয়সা রোজগার করবে, তাই মনে হয় সে ফ্লোরিডাতে থাকছে।

টুটুল আমাকে বাংলাদেশেও নিয়ে যেতে চেয়েছে। ফ্লোরিডাও থাকতে বলেছে। কিন্তু আমিতো নিউইয়র্কে ভালো চাকরি করছি। এখানে আমার প্রতিষ্ঠিত ক্যারিয়ার।

আমার ছেলে রয়েছে। আমি চাইলেই তো কোথাও যেতে পারি না। টুটুলের গ্রিনকার্ড এখনো হয়নি। আবার ওর ছেলেকেও বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসার চে’ষ্টা করছে। তবে এ ব্যপারে টুটুলের কাছ থেকে এখনো কোন মন্তব্য জানা যায়নি।

আরও খবর

Sponsered content