প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ৭:১০:৫১ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-চাঁপাইনবাবগঞ্জ,জেলার নাচোল পৌরসভার ৭নং ওয়ার্ডে আওতাধীন পার্শ্ববর্তী মুদিখানা দোকানের ভিতর থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেন র্যাব-৫ সিপিসি-১ ব্যাটেলিয়ান এর একটি আভিযানিক চক্ষুষ দল।
গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হামিদপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে গোলাম রব্বানী (২৫)।
র্যাব-৫ সিপিসি-১ ব্যাটেলিয়ান,এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার ৭নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী গোলাম রব্বানী,মুদিখানা দোকানের ভিতর কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা-২.৫ (দুই দশমিক পাঁচ) কেজি সহ আসামী গোলাম রব্বানীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এদিকে মাদক কারবারি জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বহুদিন যাবত অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে ব্যবসা করতো বলে মাদক কারবারি শিকার করেন এমতাবস্থায় সাক্ষীদের উপস্থিতে দোষী সাব্যস্ত করে এজাহার ভুক্ত করেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা ইস্যু করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ওসি নাচোল।।