প্রতিনিধি ৪ মে ২০২২ , ৮:২৩:০২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-মানিকগঞ্জের সিংগাইরে ঈদের দিন বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ দিতে হয়েছে মাহমুদুর রহমান রনি (১৮) নামে এক যুবককে।
মঙ্গলবার (৩ মে) বিকালে উপজেলার চান্দহর ইউনিয়নের নিলাম্বার পট্টি-শোল্লা ব্রিজের কাছে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে খুন হতে হয় তাকে। নিহত রনি মানিকনগর-ওয়াইজ নগর গ্রামের নোয়াব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে একই উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল গ্রামের ১০/১২ জনের একটি দল ইদের দিন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শোল্লা ব্রিজের কাছে কুপিয়ে গুরুতর আহত করে। পরে প্রাণ বাঁচাতে তিনি স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও গ্যাংয়ের সদস্যরা আক্রমণ চালায়।
এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারস্থ এলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রনির মৃত্যু হয়। সাভার এনাম মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানা সেকেন্ড অফিসার মাহফুজ রানা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আলিফ ও ইয়ামিন নামে দুই কিশোরকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।