আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও তার জেরে রাশিয়ার গ্যাস নিয়ে নিষেধাজ্ঞায় জার্মান

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ৮:৪৯:২৪ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক।। জার্মানিতে ফের বেড়েছে মুদ্রাস্ফীতির হার। দেশটিতে গত দুই মাস মুদ্রাস্ফীতি কমেছিল। অগাস্টে এসে জার্মানিতে মুদ্রাস্ফীতির হার আবার প্রায় আট শতাংশ ছুঁলো। সবচেয়ে বেশি দাম বেড়েছে এনার্জি ক্ষেত্রে।

পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু সরকারি প্রকল্প চালু করার ফলে দুই মাস মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু অগাস্টে আবার তা ফিরে এসেছে। মঙ্গলবার ফেডারেল স্ট্যাটিসটিক্স ব্যুরো যে হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতির হার আবার আট শতাংশের কাছে পৌঁছে গেছে।

জার্মানির অন্যতম প্রধান আর্থিক সংস্থা কমার্জব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ক্র্যামার বলেছেন, ”অগাস্টে মুদ্রাস্ফীতির হার হয়েছে সাত দশমিক নয় শতাংশ। গ্যাস লেভি ও নয় ইউরোর পরিবহন টিকিট চালু করা ও জ্বালানি ভর্তুকি তুলে নেয়ার ফলে এই বছরের শেষে মুদ্রাস্ফীতির হার গিয়ে দাঁড়াবে ১০ শতাংশ।”

গত মে মাসে মুদ্রাস্ফীতির হার ছিল সাত দশমিক নয় শতাংশ, তারপর জুলাইতে তা কমে দাঁড়ায় সাত দশমিক পাঁচ শতাংশে। বিশেষজ্ঞরা ভেবেছিলেন, অগাস্টে তা বেড়ে হবে সাত দশমিক আট শতাংশ। কিন্তু তার থেকেও বেশি হারে বেড়েছে মুদ্রাস্ফীতি।

সবচেয়ে বেশি দাম

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও তার জেরে রাশিয়ার গ্যাস নিয়ে নিষেধাজ্ঞা, বিকল্প গ্যাসের খোঁজ করার ধাক্কা বিপুলভাবে জার্মানির উপর পড়েছে। তাই এনার্জি ক্ষেত্রে দাম বেড়েছে ৩৫ শতাংশ এবং মুদিখানার জিনিসের দাম বেড়েছে ১৬ দশমিক ছয় শতাংশ। জুনের তুলনায় অগাস্টে দাম বেড়েছে চার দশমিক ছয় শতাংশ।

বুন্দেসব্যাংক এখন ন্যূনতম মজুরি বাড়ানো এবং গ্যাসের উপর কর কম করার কথা ভাবছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়াতে পারে। তবে জার্মানি এখনো আর্থিক মন্দায় প্রবেশ করেনি।

আরও খবর

Sponsered content