প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২২ , ৬:০৭:৫৮ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম।।ভালোবাসা গোলাপের মতো সুন্দর যদি তোমার নজর সুন্দর হয়,মন-মানসিকতা সুন্দর হয়।ভালোবাসা সুপার সাইক্লোনের মতো শক্তিশালী যদি দুইজন দুইজনের প্রতি বিশ্বাসটা থাকে।
তোমারা আমাকে বাস্তবতার গল্প শোনাও,সামাজিকতার গল্প শোনাও,বয়সের ব্যবধান দেখাও,উঁচু নিচু, সাদা-কালোর পার্থক্য বুঝাও।আমি তোমাদের বাস্তবতা,সামাজিকতা,উঁচু নিচু,সাদা-কালো,ধনী-গরিব সব বৈষম্যকে তুচ্ছ করে ভালোবাসার জয় হতে দেখেছি।আমি দুইটা গোলাপ একত্রে হাসতে দেখেছি।
আমরা আসলে মুখে মুখেই শুধু বলি,যদি আমার একজন প্রিয় মানুষ থাকতো।এই চাওয়াটা মুখে মুখেই মাত্র!মন থেকে নয়।কাউকে মন থেকে ভালোবেসে দেখেন,আপনার মাথায় কখনো সামাজিকতা আসবে না।আপনাদের সম্পর্কে কোনো বাঁধা আসবে না।যখন,পৃথিবীর সবকিছুর চেয়ে আপনার প্রিয় মানুষটাকে কাছে পাওয়া আকুতি বেশি থাকবে।
আমরা সবাই ভালোবাসি অথচ ভালোবাসাকে পূর্ণতা দিতে জানি না।কারণ,আমাদের ভালোবাসা নড়বড়ে কুঁড়েঘরের মতো সামান্য বাতাসেই ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে যায়।
কাউকে ভালোবাসি বলার আগে একটু ভেবে নিন তাকে আধো ভালোবাসেন কি না!যদি সত্যি ভালোবেসে থাকেন, তবে তাকে কাছে পাওয়ার আকুতি আপনাকে সামাজিকতা,উঁচু নিচু,সাদাকালো,ধনী গরীব সবকিছু ভুলিয়ে দিবে।আপনার মাথায় শুধু একটা জিনিস কাজ করবে তাকে আমার লাগবেই লাগবে।