প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২২ , ১:২৪:৪৩ প্রিন্ট সংস্করণ
কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি।।ঝালকাঠির কাঠালিয়ায় মোঃ হৃদয় খান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিজ বাড়ির পাশে মাটিতে বসা দেহটির গলায় দড়ি বেধে একটি গাছের সাথে বাধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।মৃত হৃদয় খান উত্তর আনইলবুনিয়া গ্রামের মোঃ কুদ্দুস খানের ছেলে।তবে এটি হত্যা না আত্মহত্যা তার সঠিক কোন কারণ বলতে পারেনি স্বজনরা।

শুক্রবার (২৩ ডিসেম্বর)সকালে উপজেলা সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া গ্রামে এঘটনা ঘটেছে।
নিহতের পিতা মোঃ কুদ্দুস খান বলেন,রাতে কৈখালী বাজারের একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে হৃদয় ঘরে ঘুমায়। সকালে উঠে ওর মা বাড়ির পাশের ছোট একটি সরবতি গাছের নীচে মাটিতে হৃদয়কে বসা ও গলায় একটি দড়ি গাছে বসানো অবস্থায় জুলিয়ে রাখা দেখতে পায়,তখন ডাক চিৎকার দিলে ঘরের লোকজন ও এলাকাবাসী ছুটে আসে।
তবে হৃদয়কে কেউ হত্যা করে গলায় দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে নাকি আত্মহত্যা করছে কিছুই বলতে পারছি না।মাটিতে বসে কিভাবে আত্মহত্যা করতে পারে তা বুঝতে পারছি না।রাতে তাকে কে বা কারা ফোন করে ডেকেছিল তা জানতে পারলে সঠিক কারণ জানা যাবে বলে মনে করেন নিহত হৃদয়ের বাবা মোঃ কুদ্দুস খান।
সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসা. সাবিনা ইয়াসমীন বলেন,সকালে খবর পেয়ে হৃদয়ের বাড়িতে গিয়ে দেখি গলায় দড়ি বেধে রাখা হ্রদয়ের লাশ মাটিতে বসা অবস্থায় রয়েছে। আসলে বিষয়টি সন্দেহ জনক বলে সবাই মনে করছে।
এবিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এখন পর্যন্ত তার পরিবার বা প্রতিবেশী কারো পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















