অপরাধ-আইন-আদালত

ওসমান হাদী হত্যাকাণ্ড: ফয়সালের অবস্থান অনিশ্চিত, তদন্ত অব্যাহত

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৩:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার মূল Suspect ফয়সালের সর্বশেষ অবস্থান এখনো জানা যায়নি।রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন,তদন্ত চলছে,তবে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে ফয়সাল দেশের বাইরে গেছে।

ডিবি পুলিশ প্রধান শফিকুল ইসলাম জানান,ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করা যায়নি।অপরাধীদের অনেক সময় নিজেদের অবস্থান লুকিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনের মতো তথ্য যাচাইয়ের মাধ্যমে তদন্ত এগুচ্ছে।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার সাথে জড়িত ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে। উদ্ধারকৃত চেকগুলো বিভিন্ন ব্যক্তির নামে হলেও কোনো অ্যাকাউন্টে টাকা পাওয়া যায়নি; বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আইজিপি আরও বলেন,হত্যাকাণ্ডটি রাজনৈতিক কিনা তা স্পষ্ট হয়নি,তদন্ত অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content