অপরাধ-আইন-আদালত

বরিশালে স্কুল শিক্ষিকার ছেলের হাতে ছাত্রী ধর্ষণ, প্রশাসন ও শিক্ষা বোর্ডের নিরবতা

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৩:৩৩:৪১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল নগরীর নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুরুন্নাহারের বাসায় প্রাইভেট পড়ার সময় নবম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ অনুযায়ী,ধর্ষণের ঘটনায় শিক্ষিকার ছেলে সরাসরি জড়িত ছিলেন এবং অভিযুক্তের শারীরিক চাহিদা পূরণের জন্য মা লুৎফুরুন্নাহার বেগম দীর্ঘদিন ধরে সহযোগিতা করেছেন।

ধর্ষণের শিকার ছাত্রী বিচার চাওয়ার চেষ্টা করলে,বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে বিদায় করে দিয়ে তার পড়াশোনার নিরাপত্তা নষ্ট করেছে।অভিযোগে বলা হয়েছে,বরিশালের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,জেলা প্রশাসন এবং পুলিশ কার্যত কোনো পদক্ষেপ নেয়নি।

মানবাধিকার সংগঠনের বিজ্ঞ আইনজীবিরা ইতিমধ্যে হাইকোর্টে রিট মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন,যাতে ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত হয় এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে,অভিযুক্তদের স্কুল এবং কোচিং বানিজ্যের আড়ালে দীর্ঘদিন ধরে শিকারী ও ভিকটিমের পরিবারকে চাপের মধ্যে রাখা হয়েছে।মানবাধিকার পর্যবেক্ষকরা এটিকে গুরুতর সামাজিক অপরাধ ও শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ক্ষুণ্ণ করার ঘটনা হিসেবে দেখছেন।

আরও খবর

Sponsered content