প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৫:১১:২৩ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বরিশাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরিশালের পুলিশকে নির্দেশ দিয়েছেন যে,আওয়ামী লীগের কোনো কর্মী বা সমর্থককে দেখা মাত্রই গ্রেফতার করতে হবে,এমনকি কোনো মামলা না থাকলেও।

পুলিশ ও আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন,এটি পুলিশ এ্যাক্ট, আইন এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য আইন স্পষ্টভাবে নির্ধারণ করেছে যে,গ্রেফতার করতে হলে প্রমাণ এবং মামলা থাকতে হবে।
বরিশালে ইতিমধ্যেই এ ধরনের নির্দেশনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।

















