অপরাধ-আইন-আদালত

বরিশালের বাকেরগঞ্জ থানার এসআই আবুল কালামের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ২:০৪:২২ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।।বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার এক এসআই-এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি,তিনি দণ্ডবিধি ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের বদলে ব্যক্তিগত স্বার্থে আর্থিক সুবিধা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,বরিশালের বাকেরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আবুল কালাম দীর্ঘ সময় ধরে বিভিন্ন মামলায় সুবিধা দেওয়ার বা মামলা বাতিল করার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত।অভিযুক্ত কর্মকর্তা অভিযোগ অস্বীকার করলেও স্থানীয় বাসিন্দারা তাকে ঘুষ বানিজ্যের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি।স্থানীয় জনগণ ও নাগরিক সমাজ সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং দাবি করেছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

আরও খবর

Sponsered content