অপরাধ-আইন-আদালত

অ্যাটর্নি জেনারেলের পদ: ২৭ ডিসেম্বরের নিয়োগকে ঘিরে উত্তেজনা

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ১:৫৩:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দেশের আইনি অঙ্গনে উত্তেজনা তীব্র।সূত্র জানিয়েছে,বর্তমান অ্যাটর্নি জেনারেল ২৭ ডিসেম্বর পদত্যাগ করতে পারেন,এবং একই দিনে নতুন প্রধান আইন কর্মকর্তার নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিয়োগকে কেন্দ্র করে দুটি পথ খোলা—বর্তমান তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের মধ্যে একজনকে পদোন্নতি দেওয়া,নাকি সম্পূর্ণ নতুন কোনো যোগ্য আইনজীবীকে দায়িত্বে আনা।তিনজনই পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ,তবে বিশেষ মহলের পছন্দের প্রার্থী নিয়ে জল্পনা ক্রমশ বেড়েই চলছে।

সবচেয়ে আলোচিত বিষয় হলো মানবাধিকারকর্মী আদিলুর রহমানের অবস্থান।বামপন্থী হিসেবে পরিচিত তিনি কেন জামাতের পছন্দের প্রার্থীর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন, তা নিয়ে বিস্ময় ও কৌতূহল তৈরি হয়েছে।

এখন প্রশ্ন—এটি কি শুধু কাজের সমন্বয়,নাকি আদর্শিক দেয়াল পেরিয়ে কোনো বড় রাজনৈতিক সমঝোতার অংশ? বিশেষ গোষ্ঠীর প্রভাব থাকলে,নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতের আইনি পরিবেশকে জটিল করে তুলতে পারে।

অ্যাটর্নি জেনারেলের পদ রাষ্ট্রের সর্বোচ্চ আইনি পদ।এখানে মাপকাঠি হওয়া উচিত শুধু প্রার্থীর যোগ্যতা ও সংবিধানের প্রতি আনুগত্য।যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হলে বিচার বিভাগের মর্যাদা বাড়বে; অন্যদিকে বিতর্কিত প্রভাব প্রাধান্য পেলে,তা বিচার ও আইনি প্রক্রিয়ায় প্রশ্ন তৈরি করতে পারে।

২৭ ডিসেম্বর সরকার নতুন কাউকে আনবে চমক হিসেবে নাকি বিতর্কের মধ্যেই কাউকে বেছে নেবে—এটাই এখন দেখার বিষয়।

আরও খবর

Sponsered content