প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৮:৪৫:০০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান,স্থানীয় নেতা উসমান হাদিকে খুনি ফয়সালের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

প্রাথমিকভাবে হাদিকে আশ্বস্ত করা হয় যে,এই পরিচিতির মাধ্যমে তারা নির্বাচন পরিচালনা এবং নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ সহযোগিতা করবে।বিশ্বাসযোগ্য সূত্রের কারণে হাদির মনে তেমন কোনো সন্দেহ তৈরি হয়নি।
সূত্রের খবর অনুযায়ী,হাদির আসল খুনি শিবিরের এই ঘাতকরা,হত্যাকাণ্ডের পরে হাদির লাশকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে।তারা সাদেক কাইয়ুমকে ঐ আসনে নির্বাচিত করার উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা করছে বলে সংবাদে জানা গেছে।
এই ঘটনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তীব্র করেছে এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি জনগণের নজর কাড়ছে।
















