সম্পাদকীয়

আইন বহির্ভূত কর্মকাণ্ড (মব কালচার) যেকোনো দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৬:৫৩:২৭ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।দেশের বর্তমান পরিস্থিতি এবং অস্থিরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।বিচার নিজের হাতে তুলে নেওয়া বা আইন বহির্ভূত কর্মকাণ্ড (মব কালচার) যেকোনো দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।এ ধরনের ঘটনাগুলো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন ইতোমধ্যে এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে।গত কয়েক মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার হুশিয়ারি দিয়েছে যে,অপরাধী যেই হোক,আইন নিজের হাতে তুলে নেওয়া শাস্তিযোগ্য অপরাধ।এ ধরণের পরিস্থিতি সামাল দিতে জনগণকে সচেতন হওয়া এবং যেকোনো উস্কানিতে কান না দিয়ে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

দেশের স্থিতিশীলতা বজায় রাখতে যা জরুরি:
আইনের শাসন: অপরাধীর বিচার আইনি প্রক্রিয়ায় নিশ্চিত করা।

গুজব প্রতিরোধ: সোশ্যাল মিডিয়া বা মুখে মুখে ছড়ানো অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হওয়া।

সচেতনতা: কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ পুলিশ বা জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা।

দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব প্রতিটি নাগরিকের। ষড়যন্ত্র বা অস্থিরতা রুখতে ধৈর্য ও সচেতনতার বিকল্প নেই।

আরও খবর

Sponsered content