প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৫:৪৬:৪৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর ২০২৫) রাতে এঘটনা ঘটেছে।
সমবেদনা প্রকাশঃ-প্রধান উপদেষ্টা সম্পাদক মতিউর রহমান মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং সংবাদকর্মীদের ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় গভীর সমবেদনা জানান।

সরকারের অবস্থানঃ-তিনি এই হামলাকে স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হিসেবে অভিহিত করেন এবং আশ্বস্ত করেন যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে এবং সাংবাদিকদের পাশে আছে।
নিরাপত্তার আশ্বাসঃ-সংবাদমাধ্যম দুটির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা।
সাক্ষাতের পরিকল্পনাঃ-তিনি শিগগিরই সম্পাদকদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন বলেও উল্লেখ করেছেন।এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
















