প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ১০:৪৩:৩২ প্রিন্ট সংস্করণ
পাগলা (ময়মনসিংহ)প্রতিনিধি।।আজ শনিবার (১৫ অক্টোবর ২০২২) তারিখ রাত ০৩.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার পাগলা থানা পুলিশ অত্র থানাধীন মশাখালী এলাকায় চেকপোস্ট ডিউটি করাকালে নাশকতার উদ্দেশ্যে বহনকৃত বাঁশের লাঠিসহ ১। সোহেল মিয়া (১৯), পিতা-মনির হোসেন, ২। রনজিত মজুদদার (১৯), পিতা-সুনিল চন্দ্র মজুমদার, ৩। রাকিব (২০), পিতা-সেলিম মিয়া, সর্ব সাং-আকিয়াপাড়া, থানা-পাগলা, ৪। মোঃ সাফাতুল্লা (৪৫), পিতা মৃত-তৈয়ব আলী, সাং-নিশাইগন্ড, থানা-ভালুকা, সর্বজেলা-ময়মনসিংহগণদের একটি সিএনজি সহ আটক করে।

সিএনজি ভর্তি করে নিয়ে আসা ০২টি প্লাষ্টিকের বস্তায় তিন ফিট লম্বা ১৪০ টি বাঁশের তৈরি লাঠি পাওয়া যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে ১৫/১০/২০২২ তারিখ ময়মনসিংহ শহরে বিএনপি কর্তৃক আহুত বিভাগীয় গণমহাসমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক অরাজকতা সৃষ্টির জন্য তারা সিনিয়র নেতাদের নির্দেশে প্রস্তুতি নিয়ে ময়মনসিংহ সমাবেশস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।











