লেখক ও কলামিস্ট এবং মন্তব্য কলাম:-

কেউ কারো রিজিক কেড়ে নিতে পারে না!

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২২ , ৮:০৩:২৪ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।কেউ কারো রিজিক কেড়ে নিতে পারে না। একজন সচেতন অভিভাবক চান তার সন্তান যোগ্য ব্যক্তির কাছ থেকে যেন শিক্ষা গ্রহণের জন্য সুযোগ পায়। অভিভাবক সেজন্য তার সর্বোচ্চ চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক৷ আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই পোস্টার লাগিয়েছেন তিনি যদি যোগ্য হন, তার হালাল রিজিকের ফয়সাল করে দিন, আমিন।

শিক্ষা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে, ছবিতে যিনি রসিকতার নামে “পড়াতে চাই”, লেখাটিকে “থাপড়াতে চাই” করে নিজের নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছেন প্রশ্ন মনে জাগে, তিনি কি আদৌ একজন বিবেকবান মানুষ! আজকাল সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু মানুষের মতো মানুষের কেন খুঁজে বের করতে হয়? রসিকতার নামে, দেদারসে কেন চলে অন্যকে ছোট করার অসুস্থ প্রতিযোগিতা? আমরা কেন ভুলে যাই, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়! আমি যদি কারো ক্ষতির কারণ হই, আমাকে ক্ষতির সম্মুখীন করার মানুষটাও যে তৈরি হচ্ছে সেটা আমরা বেমালুম ভুলে যাই! আমরা ভুলে যাই আমাদেরও মৃত্যুকে বরণ করে নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা’র সামনে দাঁড়িয়ে নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে।

সূরা আল-যিলযালের ৭ এবং ৮ নাম্বার আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, – ‘কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখবে এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।’

নিজেকে বিবেকের আয়নার সামনে দাঁড় করিয়ে উওর খুঁজি, নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কারো হক নষ্টের কারণ যদি আমি হই, তবে যেন সেই মানুষটার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। নয়তো হাশরের মাঠের সেই হিসাব-নিকাশের কঠিন সময়ে সেই মানুষটা যদি সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহর শাহী দরবারে ফরিয়াদ জানায়, আমার তখন উপায় কি হবে?

আরও খবর

Sponsered content