আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধের পরিণতি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে-পররাষ্ট্র সচিব,রুহুল আলম

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৭:০০:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন,ইরান-ইসরায়েল যুদ্ধের পরিণতি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে।

তিনি বলেছেন,ইরান-ইসরায়েল যুদ্ধের পরিণতি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে,সেটা আমরা জানি।

আমরা ইউক্রেন যুদ্ধ দেখেছি।সেটি দীর্ঘায়িত হওয়ায় আমরা দেখেছি যে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সচিব এ কথা বলেন।

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে এই এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন,মধ্যপ্রাচ্য অর্থনৈতিকভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে,এটা (যুদ্ধ) আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে।

যুদ্ধের ক্ষতির সম্ভাব্য দিকগুলো তুলে ধরে তিনি বলেন, যারা ওখানে প্রবাসী ছিলেন তারা কর্ম হারাবেন।যুদ্ধ বন্ধ হলেও পরবর্তী সময়ে যে অবস্থা তৈরি হবে তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও বিশেষ বিবেচনার বিষয়।তবে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি খুব সহজে যুদ্ধ বন্ধ হওয়ার সিগন্যাল বা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই, যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি।তা না হলে যুদ্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান,ইরানে বাংলাদেশিদের স্থানান্তরের কাজ চলছে।এ জন্য অর্থ প্রয়োজন।তবে সেদেশে অর্থ প্রেরণ কষ্টসাধ্য।স্থানান্তরের জন্য যে অর্থ লাগবে আমরা পাঠানোর চেষ্টা করছি।ওইখানে ব্যাংকিং চ্যানেল কাজ করে না। সেজন্য একটু বিলম্ব হচ্ছে।স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এজন্য বেশ বড় একটা অর্থ লাগবে,সেটা পাঠানোর চেষ্টা করছি।ইরানে প্রায় ‍দুই হাজার বাংলাদেশি আছেন।

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে।ইসরায়েলি বিমান হামলায় ইরানে প্রতিদিনই হতাহত বাড়ছে।ইরানও পাল্টা জবাবে হামলা চালাচ্ছে ইসরায়েলে।ফলে সেদেশেও হতাহতের ঘটনা ঘটছে।

আরও খবর

Sponsered content