অর্থনীতি

ঈদে দীর্ঘ ছুটিতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না-সালেহউদ্দিন আহমেদ

  প্রতিনিধি ৪ জুন ২০২৫ , ৫:৩২:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন,ঈদে দীর্ঘ ছুটিতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না।

আজ বুধবার (৪ জুন) সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন,ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই ব্যবসা করবে। কোন কোন দিন ব্যাংক খোলা থাকবে ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়েছে। গরুর হাটেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন,অন্যান্য দেশে এসব ক্ষেত্রে ছুটি আরও বেশি দেওয়া হয়।সার্বিকভাবে সরকারি এ ছুটিতে অর্থনীতিতে তেমন কোনো বিরূপ প্রভাব পড়বে না।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামীকাল বৃহস্পতিবার টানা ১০ দিন ছুটি থাকবে।অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।

আরও খবর

Sponsered content