বিনোদন

পিএইচডি ছেড়েছেন জনপ্রিয় ইউটিউবার জারা ডার!

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৪ , ৬:০৯:৪৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বিশ্বজুড়ে এখন ‘অনলি ফ্যানস’-এর দাপট।এই প্লাটফরমে কাজ করছেন বিশ্বের জনপ্রিয় সব মুখ। আর এখানে অ্যাডাল্ট কন্টেন্ট তৈরির জন্য নিজের পিএইচডি পর্যন্ত ছেড়েছেন এক জনপ্রিয় ইউটিউবার যার নাম জারা ডার! সম্প্রতি এমনটাই জানালেন জারা।বললেন,এই সিদ্ধান্ত ভয়াবহ কঠিন ছিল তার জন্য।

সম্প্রতি নিজের একটি ভিডিও পোস্টে সেই অজানা কথা শেয়ার করলেন জারা ডার।জানালেন,এই সিদ্ধান্ত কতটা স্ট্রেসের ছিল তার জন্য। এক্স হ্যান্ডেল (টুইটার) এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করেন জারা ডারের।সেখানে জারাকে বলতে শোনা যায়, ‘আমি আমার পিএইচডি ছেড়ে দিয়েছি।

পিএইচডি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আমি ভীষণ কেঁদেছি।ভীষণই। আমি যে বিষয়টা নিয়ে খুব কষ্টে ছিলাম সেটা কিন্তু নয়।কিন্তু আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন আর স্ট্রেসের ছিল।

তিনি আরও বলেন,আমি এসবে আরও কিছু পর এসেছি। কিন্তু অনলি ফ্যানস এবং কন্টেন্ট ক্রিয়েশন করতে শুরু করলাম যখন পুরোদমে তখন সেটা কেবল একটা ক্যারিয়ার চয়েজ ছিল না আমার জন্য।ব্যাপারটা অনেকটাই জুয়া খেলার মতো ছিল, তাও আমার গোটা জীবন এবং তার অভিমুখ নিয়ে।’

জনপ্রিয় ইউটিউবার জারা ডার তাঁর পিএইচডি ছেড়ে অনলি ফ্যানসের কন্টেন্ট ক্রিয়েটর হন তাও ফুল টাইমার হিসেবে।তিনি সাধারণত নিউট্রাল ওয়ার্কস,মেশিন লার্নিং এবং অন্যান্য টেকনিক্যাল জিনিস পত্র নিয়ে ভিডিও বানাতেন।

এবার একেবারেই অন্য ধরনের জিনিস নিয়ে ভিডিও বানাবেন। তৈরি করবেন অ্যাডাল্ট কন্টেন্ট।

তবে জারার অনুরাগীদের অনেকেই নিজেদের মতামত জানিয়ে জারার সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।কেউ কেউ জানিয়েছেন জারার এই সিদ্ধান্ত একেবারেই ঠিক নয়।কেউ বলছেন,একজন শিক্ষামুলক ভিডিও কন্টেন্ট নির্মাতা এখন অ্যাডাল্ট কন্টেন্ট নির্মাণ করবেন,বিষয়টি মনে নেয়া যায় না।

জারা ডার কম্পিউটার সায়েন্সের উপর পিএইচডি করছিলেন। ইঞ্জিনিয়ার হয়েও তিনি অনলি ফ্যানসে কন্টেন্ট বানিয়ে ১২ কোটি ৭০ লাখ টাকার বেশি আয় করেন।বাড়ির সমস্ত ধার দেনা শোধ করেছেন।এডুকেশন সংক্রান্ত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ সুপরিচিত নাম জারা ডার।

 

 

আরও খবর

Sponsered content