প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৪ , ২:৫৩:৪০ প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো।।গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীর দখল-চাঁদাবাজিতে অতিষ্ঠ মেহেন্দীগঞ্জের অনেকেই। মেঘনাবেষ্টিত এই দ্বীপ উপজেলায় চর,মাছঘাট,হাটবাজার- সবকিছুই এখন বিএনপির দখলে।উপজেলা থেকে বিভিন্নজনের লিখিত অভিযোগ দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

উপজেলায় ভুক্তভোগীদের একজন খবির সিকদার।দুর্গমচর গোবিন্দপুরের বাসিন্দা তিনি। ৬ আগস্ট তাঁর ৬০০ মণ সয়াবিন ও ৩০টি গরু লুট করেছে স্থানীয় বিএনপির লোকজন।পরে সাড়ে ৮ লাখ টাকা চাঁদা দিয়ে গরুগুলো ফেরত পেয়েছেন।
খবির জানান,গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব দেওয়ান ও যুবদলের সাধারণ সম্পাদক মিজান মাঝির লোকজন ৬ আগস্ট চরে ব্যাপক লুটপাট করে। তাঁর ৬০০ মণ সয়াবিন ও ৩০টি গরু নিয়ে যাওয়ার পর বিভিন্ন মাধ্যমে দেনদরবার করে মোতালেব দেওয়ানকে সাড়ে ৫ লাখ, তাঁর ভাতিজা বেল্লাল দেওয়ানকে দেড় লাখ,মিজান মাঝিকে ১ লাখ ও কাঞ্চন দেওয়ানকে ১০ হাজার টাকা দিয়ে গরু ফিরে পেয়েছেন।খবির তখন আত্মগোপনে থাকায় তাঁর স্ত্রী ও বাবা প্রত্যেকের হাতে টাকা পৌঁছে দেন।
খবির জানান,বিষয়টি তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং তাঁর এক আত্মীয়ের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারকে
দখল-চাঁদাবাজি থেকে বাঁচতে কেন্দ্রে পত্র জানিয়েছেন।কয়েক দিন আগে ঢাকার একজন নেতা চরে এসে বিভিন্নজনের বক্তব্য নিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মোতালেব দেওয়ানের মোবাইল ফোনে কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।আরেক অভিযুক্ত বেল্লাল দেওয়ান জানান,স্ট্রোক হওয়ায় মোতালেব দেওয়ান ঢাকায় চিকিৎসাধীন।অভিযোগ অস্বীকার করে বেল্লাল বলেন,খবির আওয়ামী লীগের রাজনীতি করতেন।সরকার পতনের পর অন্যদের কবল থেকে তাঁকে রক্ষা করেছেন। যুবদল নেতা মিজানের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ বলেন,খবির সিকদার আমাকে এসব জানিয়েছেন।আমি বিষয়টি কেন্দ্র ও উপজেলা বিএনপিকে জানিয়েছি।দলের কেন্দ্রীয় সদস্য ও মেহেন্দীগঞ্জ-হিজলার সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদ বলেন,একজন আমাকে বিষয়টি জানিয়েছেন।আমি মোতালেবকে ফোন দিয়ে লুটের সয়াবিন ও গরু ফেরত দিতে বলেছি।তখন মোতালেব জানান খবির আওয়ামী লীগ করেন।ফরহাদ আরও বলেন,মেহেন্দীগঞ্জের এ রকম অনেক লিখিত অভিযোগ কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব আব্দুস সালামকে তদন্তের দায়িত্ব দিয়েছে।তিনি শিগগিরই তদন্তে আসবেন।

















