জাতীয়

ছয় ঘণ্টা আগে আসায় এতো তোলপাড় হয়ে যাবে আগে বুঝতে পারিনি-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৩:৫১:৪২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চীন সফর ছয় ঘণ্টা আগে শেষ করার বিষয়ে,সন্তান অসুস্থ,তার জন্য কয়েক ঘণ্টা আগে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছি।বিকালে আসার কথা,সকালে এসেছি।এই ছয় ঘণ্টা আগে আসায় এতো তোলপাড় হয়ে যাবে আগে বুঝতে পারিনি।

চীন সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।গণভবনে সিনিয়র সাংবাদিকদের চীন সফর নিয়ে ব্রিফ করেন তিনি।

এক সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন,তারা সব কিছুতে ষড়যন্ত্র খুঁজে।আমি এর আগেও তো একাধিকবার সফর সংক্ষেপ করে দেশে ফিরেছি।তখনও তারা সমালোচনা করেছিল।এবারও করছে।তাই সমালোচকদের জন্য আমার করুণা হয়।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে?তারা আন্দোলন করছে। আদালতে গেছেন।আবার আমার সিদ্ধান্তের কথাও বলছেন। আমি এ বিষয়ে বলব-বিষয়টি যেহেতু আদালতে গেছে। আদালতের নির্দেশনা তো আমাদের মানতেই হবে।তারা না মানতে চাইলে আন্দোলন করুক।তবে আমি পরিস্কার করে বলছি,আন্দোলনের নামে কোনো সহিংসতা বরদাশত করব না। কেউ উস্কানি দিচ্ছে কিনা সেটিও দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন,কোটার সুবিধা তো মুক্তিযোদ্ধা পরিবারই গ্রহণ করবে।নাকি রাজাকার পরিবার গ্রহণ করবে?

তিনি বলেন,তারা বলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অযোগ্য বলে কোটার সুবিধা নিয়ে চাকরি পায়।আমি বলব মুক্তিযোদ্ধারা কিন্তু সব সময়ই বিজয়ী।মুক্তিযোদ্ধারা একাত্তরে কিন্তু তাদের পরাজিত করেছিল।

আরও খবর

Sponsered content