প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৫:০৮:০৬ প্রিন্ট সংস্করণ
সাভার(ঢাকা)প্রতিনিধি।।ঢাকার সাভারে বাসাবাড়িতে গ্যাস না পেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন আবাসিক গ্রাহকরা।

তিতাস কর্তৃপক্ষ বলছে,চাহিদার তুলনায় সরবরাহ না বাড়ালে সমস্যা সমাধান সম্ভব নয়।
আজ রোববার সকাল ১১টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া,নয়াপাড়া,দত্তপাড়াসহ অন্তত ১৫টি এলাকার বাসিন্দারা বৃষ্টির মধ্যে সাভার পৌরসভার শিমুলতলা এলাকায় তিতাসের কার্যালয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভের নেতৃত্ব দেন তেতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা মিন্টু।পরে তিতাসের পক্ষ থেকে ১ সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে গ্রাহকরা এলাকায় ফিরে যান।
ইউপি সদস্য মাসুদ রানা মিন্টু বলেন, ‘গত প্রায় ৩-৪ বছর ধরে আমাদের এলাকায় চরম গ্যাস সংকট চলছে।রাতে গ্যাস পেলেও,দিনে পাওয়া যায়না।এর আগেও তিতাস অফিসে আমরা এসেছিলাম।কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন।কিন্তু সমাধান হয়নি।তাই বাধ্য হয়ে আজ আমরা তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছি।’
জানতে চাইলে তিতাস গ্যাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আবু ছালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন বলেন, ‘ক্ষুব্ধ গ্রাহকরা এসেছিলেন।আমরা তাদের সঙ্গে কথা বলেছি।আশ্বস্ত করেছি আগামী ১ সপ্তাহে ভেতরে সার্ভে করে তাদের সমস্যা জানব।’
তিনি বলেন,বাস্তবতা হলো গ্রাহকরা দিনে গ্যাস না পেলেও রাতে পাচ্ছেন।অর্থাৎ,সংযোগ লাইনে কোনো সমস্যা নাই। সমস্যা যেটি,সেটি হলো চাহিদার তুলনায় সরবরাহ কম।’
‘সরবরাহ না বাড়ালে এই সমস্যা সমাধান করা যাবে না,’ বলেন তিনি।








