শিক্ষা

ঢাবির ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ২:৩৭:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ১৬৯ জন।

বুধবার (৭ জুন) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী,কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট পরীক্ষা দিয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৩ জন।উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ১৬৯ জন। পাশের হার ৯ দশমিক ৬৯ শতাংশ।

তথ্যমতে,ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে পাশ করেছেন ৬ হাজার ৩১ জন।বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন ৪ হাজার ৪৮৭ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাশ করেছেন ৬৫১ জন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর,বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU Unit টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

আরও খবর

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে-শিক্ষামন্ত্রী,ডা. দীপু মনি

অনলাইন ব্যতিত অন্য কোন উপায়-পদ্ধতিতে জ্যেষ্ঠতা তালিকা তৈরির কোন সুযোগ নাই-প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ববির মোট ২৬ জন শিক্ষার্থী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগ পেলেন

মাস্টার্স করার আগেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (পিএইচডি) করার জন্য ভর্তির সুযোগ পেয়েছে শুচিস্মিতা

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে জিম্মি হয়ে পড়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র; পরে পুলিশ তাকে উদ্ধার করে

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৩ দাবিতে কাফনের কাপড় হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নিয়েছেন

Sponsered content