জাতীয়

সাবের হোসেন চৌধুরীর কূটনৈতিক পাসপোর্ট ছেড়েছেন

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ৬:২৬:৪৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর কূটনৈতিক পাসপোর্ট ছেড়েছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট বাতিল করা হয়।

বুধবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড এমআরপি অনুবিভাগের সহকারী সচিব জি এম ইফতেখার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে (জিও) উল্লেখ করা হয়,গত ৪ এপ্রিল ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী (১৮২ ঢাকা-৯) নিজের অধিকারে থাকা কূটনৈতিক পাসপোর্ট,এর নম্বর D-00010893 বাতিলের আবেদন করেন।

সেসঙ্গে তার অনুকূলে একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করার জন্য অনাপত্তি সনদ (এনওসি) প্রদানের আর্জি জানান।এ পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তার ব্যবহার করা পাসপোর্টটি বাতিল করা হয়।

সেসঙ্গে তার অনুকূলে একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করতে অনাপত্তি দেওয়া হয়।

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সরকারি আদেশের (জিও) একটি অনুলিপি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও খবর

Sponsered content