জাতীয়

রাষ্ট্র সংস্কার করতে প্রবাসীরা পাঁচ বিলিয়ন ডলার দেবে-পিনাকী

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৪ , ৪:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দেশ সংস্কারে সরাসরি প্রবাসীদের অংশগ্রহণে নতুন উদ্যোগ নিয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।তিনি বলেছেন,আমি একটি উদ্যোগ নিয়েছি, পুরো বিশ্ব থেকে প্রবাসীরা পাঁচ বিলিয়ন ডলার রাষ্ট্রকে দিবে। এটি হলে সরাসরি প্রবাসীরা রাষ্ট্র নির্মাণের কাজে চলে আসবেন।’

শনিবার (১২ অক্টোবর) প্যারিসের কাম্পানিল হোটেলের বলরুমে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফরোয়ার্ড এর উদ্যোগে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: প্রবাসীদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য এমন উদ্যোগের কথা জানান।

তিনি বলেন,কথায় আছে হাজার টাকার বাগান খায় পাচঁ সিকার ছাগলে।এই পাচঁ সিকার ছাগল চিনতে না পারলে বারবার বাংলাদেশের মানুষকে রক্ত দিতে হবে।এই পাঁচ সিকার ছাগল হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত।এই দুই শক্তিকে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশে শান্তি আসবে না।’

তিনি আরও বলেন,বারবার প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দাবি জানানো হয়।কিন্তু হওয়ার কথা ছিল,তারা বলবে এবং সেটি সরকার মেনে নেবে।‘

আরও খবর

Sponsered content