প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ২:২২:০৬ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।রাজধানী ও দেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সংগঠন দাবী করছেন, ৪৫টি টিভি চ্যানেল ও আইপি টিভি অবিলম্বে বন্ধ করতে হবে।
তাদের মতে,এই চ্যানেলগুলো আওয়ামী লীগের দোসর হিসাবে সরকারপক্ষের স্বার্থানুকূল সংবাদ পরিবেশন করছে,যা গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য গ্রহণের অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।

সূত্র বলছে,গত কয়েক বছরে অনুমোদিত এসব চ্যানেল সরকারপক্ষের প্রতিদিনের কার্যক্রম,প্রচার ও প্রচারণার সঙ্গে সম্পৃক্ত সংবাদ পরিবেশন করছে।স্বাধীন বিশ্লেষকরা মনে করেন, মিডিয়ার স্বাধীনতা বজায় রাখতে, এবং রাজনৈতিক প্রভাব কমাতে এসব চ্যানেল বন্ধ করা জরুরি।
৪৫টির মধ্যে উল্লেখযোগ্য কিছু চ্যানেলের নাম ও অনুমোদনের সময়কাল নিম্নরূপ (উদাহরণস্বরূপ):
টিভি/আইপি টিভি
অনুমোদনের তারিখ
এনটিভি (NTV)
২০০৩-০৩-১০
চ্যানেল আই (Channel i)
২০০৪-০৭-১৫
আরটিভি (RTV)
২০০৫-০২-০৫
ডিবিসি (DBC)
২০১২-০৯-২৮
জি নিউজ (G News)
২০১৩-০৬-২০
বিশ্লেষক মন্তব্য:বিশ্লেষক আলী হোসেন বলেন, “যে চ্যানেলগুলো রাজনৈতিক স্বার্থানুযায়ী সংবাদ পরিবেশন করে,সেগুলো বন্ধ না করলে জনগণ নিরপেক্ষ তথ্য থেকে বঞ্চিত হবে।গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের প্রভাব গুরুতর।”
রাজনৈতিক কর্মী ও নাগরিক সংগঠনগুলো সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে এই চ্যানেলগুলো বন্ধ করার পাশাপাশি সংবাদ পরিবেশকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার ব্যবস্থা গ্রহণ করা হোক।

















