সারাদেশ

৪২০ মণ জাটকা ইলিশ জব্দ-আটক ১৬

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৪ , ৩:১২:০৮ প্রিন্ট সংস্করণ

হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি।।নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর ঢালচর এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ৮০০ কেজি (৪২০ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।জাটকা পরিবহণের সঙ্গে জড়িত ১৬ ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে জাটকাগুলো সহকারী কমিশনার (ভূমি) গোলাম সারোয়ার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা,গরিব ও অসহায় মানুষের মধ্যে এসব জাটকা বিতরণ করা হয়েছে।আগামীতে এমন কাজে জড়িত হবে না মর্মে আটক ১৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মেঘনা নদীর ঢালচর এলাকায় অভিযান চালানো হয়।এ সময় ভোলার মনপুরা থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আসার সময় একটি বাল্কহেড আটক করা হয়।পরে সেটিতে তল্লাশি চালিয়ে ৪২০ মণ জাটকা জব্দ ও ১৬ জনকে আটক করা হয়।

আরও খবর

Sponsered content