চাকরির খবর

২৪ ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হবে

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ২:৩৮:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গতকাল (শুক্রবার) ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে।এবার এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন প্রাথমিক ও‌ গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।‌

তিনি বলেন,আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১০ কার্যদিবসের মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত রয়েছে। সে হিসেবে আগামী রবিবার (২৪ ডিসেম্বর) মধ্যে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন,এর আগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ ফলাফল‌ ১০ দিনের মধ্যে‌‌ প্রকাশ করা হয়েছে। এবার আমাদের সিদ্ধান্ত হলো পরীক্ষা শেষ হওয়ার কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করা।আশা করছি এই সময়সীমা শেষ হওয়ার আগেই ফল প্রকাশ করতে পারব।

প্রসঙ্গত,শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম ধাপে রংপুর,সিলেট ও বরিশাল বিভাগের ১৮ জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।জেলাগুলো হলো— রংপুর, গাইবান্ধা,দিনাজপুর,ঠাকুরগাঁও,পঞ্চগড়,কুড়িগ্রাম, নীলফামারী,লালমনিরহাট,বরিশাল,পটুয়াখালী,ভোলা, বরগুনা,ঝালকাঠি,পিরোজপুর,সিলেট, হবিগঞ্জ,সুনামগঞ্জ ও মৌলভীবাজার।এসব জেলায় মোট কেন্দ্র ছিল ৫৩৫টি।আর পরীক্ষার কক্ষ সংখ্যা ছিল আট হাজার ১৮৬টি।তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে দেওয়া হচ্ছে।গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content