প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৪৪:১০ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।দেশে ১৫০ টা পাওয়ার প্ল্যান্টের ৪৩ টা প্ল্যান্ট সম্পূর্ণ বন্ধ আছে।যার কারনে বর্তমান জেনারেশন সক্ষমতা ২৬৯৪৭ মেগাওয়াট হলেও পিক আওয়ার জেনারেশন ১৪৩৮৯ মেগাওয়াট।এসব প্ল্যান্ট বন্ধের মূল কারণ হলো যেগুলো আইপিপি অথবা কুইক রেন্টাল ছিল এবং চুক্তির মেয়াদ শেষ,তাছাড়াও আছে ডিজেলের অপ্রাপ্যতা,গ্যাসের যোগান না থাকা৷
ইম্পোর্টেট পাওয়ারের ক্ষেত্রে আদানির একটা ইউনিট থেকে কোন রকম পাওয়ার আসতেছে না৷
[(ক) ২১ টা প্ল্যান্টের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বন্ধ আছে৷
(খ) ইঞ্জিনের সমস্যা জনিত কারণে ২২ টা প্ল্যান্ট (পার্শিয়াল লোডে চলতেছে)।
(গ) আন্ডার মেইনটেনেন্সে আছে ২৫ টা
(ঘ) গ্যাস শর্টেজে ২৩ টা প্ল্যান্ট যার মধ্যে ৯ টা পার্শিয়াল লোডে চলতেছে আর ১৪ টা সম্পূর্ণ বন্ধ।
(ঙ) ২৮ টা প্ল্যান্ট ফুয়েল শর্টেজ দেখাচ্ছে যাদের ২৬ টা প্ল্যান্ট পার্শ্বিয়াল লোডে চলতেছে আর ২ টা সম্পূর্ণ বন্ধ।
(চ) তাছাড়াও আরও ৬ টা প্ল্যান্ট বিভিন্ন কারণে বন্ধ।