প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৪:২০:৩৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।তিন দিনের অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন ও যানবাহন চলছে।তবে সপ্তাহের অন্য কর্মদিবসের মতো যানজট চোখে পড়েনি।

সকাল ১০টা ১ মিনিটে গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে রওনা হয়ে মহাখালী বাস টার্মিনালে মোটরসাইকেলে এই প্রতিবেদক পৌঁছান ১০টা ১৬ মিনিটে।মাঝের এক মিনিট সময় তিনি বিজয় সরণি মোড়ের ট্রাফিক সিগন্যালে আটকে ছিলেন।
গাবতলী থেকে শ্যামলী,আগারগাঁও,বিজয় সরণি উড়ালসড়ক দিয়ে নাবিস্কো হয়ে এই প্রতিবেদক মহাখালী টার্মিনালে যান। এ সময় বিজয় সরণি বাদে পুরো পথ কোনো মোড়ে, সিগন্যালে কিংবা বাসস্ট্যান্ডে এই প্রতিবেদককে আটকে থাকতে হয়নি।
কোথাও যানজট ছিল না।টেকনিক্যাল,কল্যাণপুর,শ্যামলী, আগারগাঁও এলাকায় কিছু কিছু যাত্রীকে গন্তব্যে যাওয়ার বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে৷








