আন্তর্জাতিক

১২ বছর বয়সে বিয়ে,৪০ বছরে ৪৪ সন্তানের মা এক নারী!

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৫:১৯:০৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মরিয়ম নাবাতাঞ্জির বিয়ে হয়েছিল ১২ বছর বয়সে।অভিযোগ, তাঁর বাবা মা বিক্রি করে দিয়েছিলেন তাঁকে।বিয়ের পরের বছরই তিনি যমজ সন্তানের মা হলেন। এর পর তিনি যখন ৩৬ বছর বয়সি মহিলা,তখন তিনি আরও ৪২ জন সন্তানের মা।আরও ৪ বছর পর প্রাপ্তি আরও ২ সন্তান।পরবর্তীতে তাঁকে ছেড়ে চলে গিয়েছেন স্বামী।তার পর থেকে তিনি সিঙ্গল মাদার হিসেবেই বড় করেছেন তাঁর ৪৪ সন্তানকে।উগান্ডার এই মহিলার পরিচয় এখন ‘মামা উগান্ডা’। বিশ্বের মোস্ট ফার্টাইল নারীর তকমা পেয়েছেন তিনি।

এখনও পর্যন্ত চার বার যমজ সন্তানের মা হয়েছেন তিনি। পাঁচ বার ট্রিপলেট এবং পাঁচ বার কোয়াড্রুপ্লেট সন্তানের জন্ম দিয়েছেন।অর্থা‍ত পাঁচ বার করে তাঁর চারটি সন্তান একসঙ্গে এবং পাঁচটি সন্তান একসঙ্গে ভূমিষ্ঠ হয়েছে।একটিমাত্র সন্তান প্রসব করেছেন একবারই।ভূমিষ্ঠ হওয়ার পর তাঁর ৬ টি সন্তান মারা যায় শৈশবেই।স্বামী যখন সব টাকা হাতিয়ে পালিয়ে যান তখন মরিয়ম ৩৮ জন সন্তানের মা। ২০ টি ছেলে এবং ১৮ টি মেয়ে।

আরও খবর

Sponsered content