রাজনীতি

হিরো আলমকে দেয়া পুরস্কারের গাড়ি অ্যাম্বুলেন্সে রুপান্তরিত করে শজিমেক হাসপাতালে

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩৪:২৮ প্রিন্ট সংস্করণ

বগুড়া প্রতিনিধি।।হবিগঞ্জের ভক্তের দেয়া উপহারের মাইক্রোবাসটি দরিদ্র রোগী ও লাশ পরিবহনের কাজে ব্যবহারের লক্ষ্যে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হিরো আলম বলেন, গাড়িটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে।কিছুটা মেরামত করতে হবে।এছাড়াও গাড়িটির ১০ বছরের ট্যাক্স বাকি,এতে কয়েক লাখ টাকা খরচ করতে হবে।তাই অ্যাম্বুলেন্স সেবা শুরু করতে কিছু দিন সময় লাগবে।বর্তমানে গাড়িটি তার হেফাজতে রয়েছে।

আরও খবর

Sponsered content