সারাদেশ

হঠাৎ করেই নির্মানাধীন ভবন পরিদর্শন করেন -রাজউকের চেয়ারম্যান

  প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৬:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৩-এর একটি টিমকে সঙ্গে নিয়ে উত্তরা ও মোহাম্মদপুর এলাকার কয়েকটি নির্মানাধীন ভবন পরিদর্শন করেন রাজউকের চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিঞা।

রোববার সকাল ৯ থেকে দুপুর পর্যন্ত নির্মাণাধীন বিভিন্ন ভবন পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে নির্মানাধীন ভবনসমূহের নকশার সঙ্গে কাজের কোনো অনিয়ম আছে কি-না তা খতিয়ে দেখেন রাজউকের চেয়ারম্যান।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান,নির্মানাধীন ভবনসমূহে কোনো অনিয়ম,ব্যত্যয় পরিলক্ষিত হয়নি। নির্মানাধীন ভবনগুলো অনুমোদিত নকশা অনুযায়ী করা হচ্ছে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার, ৩/১ জোনের অথরাইজড অফিসার হাসানুজ্জামান,ইঞ্জিনিয়ার মেজর শামসুদ্দিনসহ রাজউকের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content