অপরাধ-আইন-আদালত

সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ১২:২৪:৫৮ প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহীনুজ্জামান মিঠুন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীনুজ্জামান মিঠুন উপজেলার কোর্টপাড়া এলাকার নিজামউদ্দিনের ছেলে।

জানা যায়,মিঠুন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে উপজেলার বাঁকা গ্রামের শরিফ উদ্দিন মালিতার মার্কেটের ৫টি দোকান ভাড়া নেন।পরে দোকানের চুক্তিনামা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।ভুক্তভোগী শরিফ তার এক সেনা কর্মকর্তা আত্মীয়কে বিষয়টি জানান।ওই সেনা কর্মকর্তা খোঁজ নিয়ে জানতে পারেন মিঠুন একজন প্রতারক।বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী শরিফ থানায় অভিযোগ করে।তার অভিযোগের ভিত্তিতে পুলিশ মিঠুনকে গ্রেপ্তার করে।

 

জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, মেজর পরিচয়দানকারী মিঠুনকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যায় সে একজন প্রতারক।শরিফ উদ্দিনের থেকে মেজর পরিচয়ে ঘর ভাড়া নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিল।এ ঘটনায় মামলা হয়েছে।বুধবার তাকে আদালতে পাঠানো হয়।

আরও খবর

Sponsered content