জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী

  প্রতিনিধি ৩ জুন ২০২৫ , ৬:০৩:৪৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ানা নাসির। মঙ্গলবার (৩ জুন) সেনাসদরে তারা এই সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার নিয়ে কথা বলেন।একই সঙ্গে দুই দেশের সামরিক ও নিরাপত্তা খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপমন্ত্রী নাসির জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন

আরও খবর

Sponsered content