সারাদেশের খবর

সেই ভানচলক পেলেন নতুন ভ্যান

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৩ , ৩:০৮:২৮ প্রিন্ট সংস্করণ

ফরিদপুর জেলা প্রতিনিধি।।ভ্যান হারিয়ে বেকার ও অসহায় হয়ে পড়া ভ্যানচালক চান মিয়া (৩৮) পেলেন নতুন ভ্যান। ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ তাকে নতুন একটি ভ্যান বানিয়ে দিয়েছে।

রোববার (৫ মার্চ) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে তাকে নতুন একটি ভ্যান হস্তান্তর করা হয়।

জানা গেছে,ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক চান মিয়ার ভ্যানটি চুরি হয় চার মাস আগে।এরপর বেকার ও অসহায় হয়ে পড়েন তিনি।তিন ছেলেমেয়ে আর স্ত্রীর তিন বেলা খাবার জোটানো কষ্টসাধ্য হয়ে পড়ে তার।স্থানীয় বাসিন্দারা কিছু সাহায্য তুলে দেন,যা দিয়ে বাজার করে সংসার চালিয়েছেন এতদিন।বিষয়টি স্থানীয় কয়েকজন ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’-এর নজরে আনলে তাকে নতুন ভ্যান দেয়ার উদ্যোগ নেয় সংগঠনটি।

নতুন ভ্যান পেয়ে চান মিয়া বলেন,আমি যে কত খুশি,তা বলে বোঝাতে পারব না।আমি বাচ্চাদের নিয়ে খেয়ে না-খেয়ে দিন পার করছিলাম।শারীরিক সমস্যার কারণে আমি মাঠে কাজ করতে পারি না।এই ভ্যান চালানোই আমার পেশা। এখন আমি আবার এই ভ্যান চালিয়ে বাচ্চাদের নিয়ে খেয়ে-পরে বাঁচতে পারব।’

‘আমরা করবো জয়’-এর সভাপতি ডা. আহমেদ সৌরভ বলেন,আমরা এর আগে ১৪ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি।চান মিয়া ১৫তম,যাকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি।৫১ হাজার টাকা ব্যয়ে তাকে একটি অটোভ্যান দেয়া হয়েছে।এই টাকার পুরোটাই আমাদের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষী সদস্যদের দেয়া।এখানে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সহায়তা নেই।’

ভ্যান হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তমিজউদ্দিন তাজ, বর্তমান সহসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিমেল,আমরা করবো জয়-এর সভাপতি আহমেদ সৌরভ,সাধারণ সম্পাদক মো. শরীফ খান ও সদস্য মহুয়া ইসলাম।

আরও খবর

Sponsered content