প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৪:৩১:০১ প্রিন্ট সংস্করণ
সিলেট জেলা প্রতিনিধি।।সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার সকালে সিলেটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।মঙ্গলবার সকালে সিলেট থেকে ঢাকায় ছেড়ে গেছে কালনী এক্সপ্রেস।বিকেলে চট্টগ্রাম থেকে সিলেট পৌঁছানোর কথা রয়েছে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির। সিডিউল অনুযায়ী সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল করছে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান,সিলেটের সঙ্গে সারাদেশেরে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময়ে ট্রেন আসা-যাওয়া করছে।