অপরাধ-আইন-আদালত

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৪:৩৮:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায়।তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে,সেটা জানানো হয়নি।

সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।ওই দিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।সরকার পতনের পর থেকে বিগত সরকারের উপদেষ্টা,মন্ত্রী,সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি,আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর

Sponsered content