অপরাধ-আইন-আদালত

সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে ২ কোটি ৪০ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ২:৩১:০১ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা জেলা প্রতিনিধি।।কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে ২ কোটি ৪০ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক রাফি মো. নাজমুস সাদাত বাদী হয়ে সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহা,সাবেক হিসাবরক্ষক মোহাম্মদ আবদুল হান্নান ও অফিস সহকারী কাজী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়,অভিযুক্তরা দেখিয়েছেন যে, তারা ২২টি ভিন্ন খাতে ২ কোটি ৪০ লাখ ৯২ হাজার ৯০৭ টাকা ব্যয় করেছেন।কিন্তু,তদন্তে কর্মকর্তারা এসব খাতের কোনো অস্তিত্ব খুঁজে পাননি।

আরও খবর

Sponsered content