শিক্ষা

সাত কলেজের বিষয়ে সরকারের সিদ্ধান্তের ফলাফল দ্রুত প্রকাশ করা হবে-প্রেস সচিব শফিকুল আলম

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৫ , ২:৪২:৪১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজ বের হওয়ার ঘোষণার পর বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা কাজ করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার বিকালে ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে সংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন,খুব দ্রুতই আপনারা রেজাল্ট পাবেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আট বছরের পথচলা শেষে সরকারি সাত কলেজের বের হয়ে যাওয়ার ঘোষণা আসে সোমবার।শিক্ষার্থীরা অধিভুক্তি থেকে বের হয়ে যাওয়ারই দাবি তুলে ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলে আসছিলেন। অবশেষে সংঘাত আর সংঘর্ষের রাত পেরিয়ে সেই ঘোষণা আসে।

নতুন সংকটের আশঙ্কা সামনে রেখে মঙ্গলবার রাতে জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।তবে বৈঠকের বিষয়বস্তু জানতে দুই দিন অপেক্ষা করতে বলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

বুধবার সাত কলেজের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে সাংবাদিকদের প্রশ্নে বিস্তারিত বলেননি প্রেস সচিব।তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা বিষয়টি নিয়ে কাজ করছেন।ফলাফল দ্রুতই জানা যাবে।

আরও খবর

Sponsered content