প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ৫:১৭:২৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য জানিয়ে র্যাবের নবনিযুক্ত মহাপরিদর্শক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ও সাংবাদিক একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতে চলার পথ আরো সুগম হবে।আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবো।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এ কথা বলেন।
















